ভারতে ভেঙে পড়ল তিস্তা নদীর ওপর নির্মিত সেতু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:৫৮ পিএম

ভারতে ভেঙে পড়ল তিস্তা নদীর ওপর নির্মিত সেতু

ছবি: ইন্টারনেট

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের উত্তরাঞ্চলে তিস্তা নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। মাত্র এক বছর আগে উদ্বোধনের পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাংকালংয়ের সেতুটি ভেঙে পড়ে, যখন একটি মালবোঝাই লরি সেতু পার হওয়ার সময় এটি ধসে পড়ে।

ভারতের মাঙ্গান জেলার সাংকালংয়ে তিস্তা নদীর ওপর নির্মিত এই ঝুলন্ত বেইলি ব্রিজটি, ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ লোনাক হ্রদে হিমবাহের ধসের কারণে সেতু ভেসে যাওয়ার পর স্থানীয় যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য নির্মাণ করা হয়েছিল। 

তবে, গত ১ জানুয়ারি থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া এই সেতুটি ভেঙে পড়ায় লাচেন ও লাচুং এর মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক পর্যটক আটকা পড়েছেন এবং তাদের বিকল্প পথে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এই সেতুটি নির্মাণ করেছিল। সেতু ভেঙে পড়ার সময় বিআরও’র একটি গাড়ি আটকা পড়েছিল, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশাসন জানিয়েছে, উত্তর সিকিমে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের অনুমতি দেওয়া হবে না এবং আটকে পড়া পর্যটকদের শিপগায়ারের মাধ্যমে বিকল্প পথ দিয়ে সরিয়ে নেওয়া হবে।

দক্ষিণ লোনাক হ্রদে গত বছরের অক্টোবরে বন্যা হওয়ায় যে সেতুটি ভেসে যায়, তার পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় এই বেইলি ব্রিজটি তৈরি করা হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!