গাজায় ফের যুদ্ধের গুঞ্জন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১১:৩৭ এএম

গাজায় ফের যুদ্ধের গুঞ্জন!

ছবি: ইন্টারনেট

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরুর গুঞ্জন উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকির পর ১২ ফেব্রুয়ারি বুধবার থেকে গাজা সীমান্তে ট্যাংকসহ ভারী সাঁজোয়া যান পাঠাতে শুরু করেছে ইসরায়েল। 

গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে আগামী শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করার অভিযোগ এনে হামাস চলতি সপ্তাহে মুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এর পরই নেতানিয়াহু গাজায় যুদ্ধ শুরুর হুমকি দেন।

যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইসরায়েল সীমান্তে সৈন্য বাড়ানো শুরু করেছে এবং রিজার্ভ বাহিনীও তলব করা হয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং জিম্মিদের মুক্তি না দেয়, তবে গাজায় তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরায়েলি জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। তিনি বলেন, “আমরা আগামী শনিবার জিম্মিদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই।”

এদিকে, যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলো চেষ্টা করছে পরিস্থিতি সংঘাতে রূপ নিলে তা এড়াতে। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারীরা নিজেদের ভূমিকা আরও জোরদার করেছেন। উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের বর্বর আগ্রাসনের পর বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। তবে, এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ৮০০ জন আহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!