যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসী গ্যাবার্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসী গ্যাবার্ড

ছবি: ইন্টারনেট

ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। বুধবার (১২ ফেব্রুয়ারি) সিনেটে ৫২-৪৮ ভোটে তার মনোনয়ন চূড়ান্ত হয়। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার তদারকি করবেন এবং গোয়েন্দা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেবেন।

৪৩ বছর বয়সী গ্যাবার্ড এখন ১৮টি গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। এ পদে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, বিশেষ করে তার অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন উঠে। তবে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাকে এই পদে মনোনয়ন দেয় এবং ট্রাম্পের প্রশাসনিক পদক্ষেপে এটা একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

তুলসী গ্যাবার্ডের অভিজ্ঞতার অভাব নিয়ে সমালোচনা হয়েছিল। হাউস সদস্য হিসেবে তিনি কোনো গোয়েন্দা সংস্থায় কাজ করেননি এবং গোয়েন্দা সংক্রান্ত কোনো কমিটিতেও ছিলেন না। এ কারণে তার ওপর অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশেষ করে ১০ হাজার কোটি ডলারের বিশাল ব্যয়ের কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে হামলার পর মার্কিন কংগ্রেস তৈরি করে। এটি যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তাপ্রধানের পদ হিসেবে বিবেচিত হয়।

নির্বাচিত হওয়ার পর তুলসী গ্যাবার্ডের এই মনোনয়ন ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকের আশঙ্কা ছিল যে, এই মনোনয়ন গোয়েন্দা তথ্য সংগ্রহে রাজনৈতিক পক্ষপাতিত্ব সৃষ্টি করতে পারে, যা গোয়েন্দা প্রক্রিয়াকে দুর্বল করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!