ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০২:১৫ পিএম
ছবি: ইন্টারনেট

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার দাবি তুলে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৩৩ দিনের আলটিমেটাম দিয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি জানিয়েছেন, আগামী ১৭ মার্চের মধ্যে এই দাবি না মানা হলে বড় ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

[34240]

হিন্দু সংগঠনগুলো দীর্ঘদিন ধরে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে আসছে, তবে এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করে শঙ্করাচার্য বলেন, আগামী ১৭ মার্চ পর্যন্ত সরকারকে সময় দেয়া হচ্ছে। এই সময়ে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে। না হলে দিল্লির রামলীলা ময়দানে বড় ধরনের আন্দোলন শুরু হবে, যেখানে পরবর্তী রণকৌশল ঠিক করা হবে।

তিনি বলেন, শাস্ত্রে গরুর শরীরে ৩৩ কোটি দেব-দেবী বাস করেন, তাই গরুকে রাষ্ট্রমাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি যুক্তিসঙ্গত। শঙ্করাচার্য আরও বলেন, সরকারের উচিত গরুকে পশু হিসেবে শ্রেণীবদ্ধ না করে তাকে রাষ্ট্রমাতার মর্যাদা দেওয়া।

[34239]

এই দাবির পক্ষে একাধিক ধর্মীয় সংগঠন গত দেড় বছর ধরে আন্দোলন করে আসছে, এবং ২০২৩ সালের নভেম্বরে ‘গো-ক্রান্তি মঞ্চ’ নামক ধর্মীয় সম্মেলনে এ দাবির সমর্থনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি, ২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রাও অনুষ্ঠিত হয়।

[34228]

শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানিয়েছেন, “গরুকে যদি পশু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে রাজ্য সরকার স্কুল পাঠ্যক্রমে গরুকে অন্তর্ভুক্ত করলেও কোনো লাভ হবে না। আমাদের দাবি হচ্ছে, গোহত্যাকে অপরাধ হিসেবে ঘোষণা করা উচিত এবং গরুকে ‘রাষ্ট্রমাতা’ হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।”