দশ দিনে হাজার ভূমিকম্প, দ্বীপ ছেড়ে পালাচ্ছে মানুষ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১২:৩৪ পিএম

দশ দিনে হাজার ভূমিকম্প, দ্বীপ ছেড়ে পালাচ্ছে মানুষ

ছবি: ইন্টারনেট

গ্রিসের জনপ্রিয় পর্যটন স্পট সান্টোরিনি দ্বীপ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে নীল গম্বুজের এই দ্বীপ। গত ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ভূমিকম্পগুলোর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পও অনুভূত হয়েছে। এর ফলে সান্টোরিনিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, এবং সম্ভাব্য খারাপ পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিষেবা ও হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।

ভূমিকম্পের ধাক্কায় সান্টোরিনির বাসিন্দা, মৌসুমি কর্মী ও পর্যটকরা প্রতিবেশী দ্বীপপুঞ্জগুলো—আমোরগোস, আনাফি ও আইওস থেকেও পালিয়ে গেছেন। এই অঞ্চলে সমুদ্রতলে ২০০ টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। উদ্বিগ্ন মানুষ ও পর্যটকরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে, এবং পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় ৩০ লাখ ইউরো সহায়তার ঘোষণা দিয়েছেন এবং জরুরি স্থানান্তরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরো বলেছেন, আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সবচেয়ে ভালোটার আশা করছি।

সান্টোরিনি দ্বীপ, যা একটি আগ্নেয়গিরি দ্বীপ, প্রায় ২০ হাজার জনসংখ্যা রয়েছে এবং প্রতিবছর এখানে লাখ লাখ পর্যটক বেড়াতে আসেন। ২০২৩ সালে এখানে ৩৪ লাখ পর্যটক এসেছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!