ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:২৮ পিএম
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের হারনাই শহরের একটি কয়লা খনির কাছাকাছি সড়কে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় ট্রাকটি কয়লা খনির শ্রমিকদের বহন করে নিয়ে যাচ্ছিল।

[34443]

বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি, তবে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বেলুচ লিবারেশন আর্মির দিকে অভিযোগের তীর নির্দেশ করেছে। এই অঞ্চলে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলো প্রায়ই হামলা চালায় এবং অপহরণসহ বিভিন্ন অপরাধ কার্যকলাপে লিপ্ত হয়।

[34444]

পাকিস্তানের একজন আধাসামরিক কর্মকর্তা জানান, রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (আইইডি) আগে থেকেই স্থাপন করা ছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে এটি বিস্ফোরিত হয়। একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, এই বিস্ফোরক ডিভাইসটি সম্ভবত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

বেলুচিস্তান অঞ্চলের ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানিয়েছেন, ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন এবং বিস্ফোরণের ফলে ১১ জন নিহত হয়েছেন।