ভারতীয়দের ভিসা নবায়নে যুক্তরাষ্ট্রের নতুন কড়াকড়ি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৮:৩১ পিএম

ভারতীয়দের ভিসা নবায়নে যুক্তরাষ্ট্রের নতুন কড়াকড়ি

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্র এবার ভারতীয় নাগরিকদের ভিসা নবায়নে নতুন কড়াকড়ি আরোপ করেছে, যার ফলে ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া আরো জটিল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে নতুন নিয়ম অনুসারে, ভিসা নবায়নের সময়সীমা এখন ১২ মাস নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৪৮ মাস। এর ফলে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পেতে আরো বেশি সময় অপেক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক প্রয়োজনে বা পর্যটন/ব্যক্তিগত কাজে যাওয়ার জন্য ভারতীয়দের জন্য বি১ এবং বি২ ভিসা প্রয়োজন। সাধারণত এই দুটি ভিসাই একসাথে দেওয়া হয়। তবে, নতুন নিয়মের ফলে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে অনেক বেশি সময়। উদাহরণস্বরূপ, দিল্লি ও মুম্বাইয়ে বি১, বি২ ভিসার জন্য অপেক্ষার সময় বর্তমানে ৪৪০ দিন, চেন্নাইয়ে ৪৩৬ দিন, হায়দরাবাদে ৪২৯ দিন এবং কলকাতায় ৪১৫ দিন।

এছাড়া, যারা আগের নিয়মে ভিসার নবায়নের জন্য আবেদন করেছিলেন এবং তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার চার বছরের মধ্যে নবায়ন আবেদন করতে পারতেন, তাদের এখন এক বছরের মধ্যে নবায়ন করতে বাধ্য করা হয়েছে। এর ফলে ইন্টারভিউয়ের জন্য আরো সমস্যা দেখা দেবে এবং ভিসা আবেদনকারীদের ভিড় আরো বাড়বে, যা পুরো প্রক্রিয়াকে আরো জটিল করে তুলবে।

এটি ভারতীয় নাগরিকদের জন্য একটি বড় সমস্যা হতে পারে, কারণ তাদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং ব্যবসায়িক কাজের সুযোগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!