ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির কারণে পদদলিত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ শিশু ও ১১ নারী রয়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে শনিবার রাতে। স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের দুটি প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ব্যাপক ভিড় ছিল। প্ল্যাটফর্ম দুটিতে ট্রেন দেরিতে আসায় পুণ্যার্থীরা তাড়াহুড়া করে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এতে ঘটে পদদলনের ঘটনা।
তবে রেল কর্তৃপক্ষ এই ঘটনার পেছনে গুজব ছড়ানো হয়েছে বলে জানায় এবং বিষয়টি অস্বীকার করে।
পদদলনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এটি একমাত্র নয়, এর আগে গত মাসে ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হন।
আপনার মতামত লিখুন :