মিশরে সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস, নিহত ১০

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৩:৫১ পিএম

মিশরে সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস, নিহত ১০

ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনা কায়রোর কেরদাসা এলাকায় ঘটেছে, যেখানে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং বেসামরিক প্রতিরক্ষা দল নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়েছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাম্প্রতিক বছরগুলিতে কায়রো শহরে বেশ কয়েকটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে, যেগুলোর বেশিরভাগই ভবনের জরাজীর্ণ অবস্থা এবং নির্মাণ বিধিমালা না মানার কারণে হয়েছে বলে জানা গেছে।

আরবি/এফআই

Link copied!