ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত নির্বাচনে আম আদমি পার্টিকে (আপ) হারিয়ে বিপুল জয় পায় মোদির দল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দলটির নীতি-নির্ধারণী পরিষদের এক সভায় মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে বিজেপি।
মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগ থেকে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া বিধায়ক রেখা গুপ্তকে বেছে নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নেয়ায়, তিনি এখন আম আদমি পার্টির অতিশীর স্থলাভিষিক্ত হবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দিল্লি বিজেপি। হিন্দিতে দেয়া পোস্টে দলটি বলেছে, ‘‘দিল্লি বিজেপির বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে, আপনার নেতৃত্বে রাজ্যের অগ্রগতি হবে।’’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসার পথে রয়েছেন বিজেপির বিধায়করা। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকার গঠনের বিষয়ে গর্ভনরকে অনুরোধ জানাবেন।
দিল্লির একাধিক সূত্র বলেছে, বিজেপি বিধায়ক রেখা গুপ্তের ছয় সদস্যের একটি কাউন্সিল থাকবে। এই পরিষদে জাটস, বানিয়াস, পাঞ্জাবী, ব্রাহ্মণ ও দলিতদের সমর্থনকারী সব বর্ণের ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে।
রাজভবনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেখা গুপ্ত বলেছেন, আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। আমি দিল্লিকে নতুন উচ্চতায় নেয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।
প্রসঙ্গত, ২৬ বছর পরে দিল্লির ক্ষমতায় আসা বিজেপি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রামলিলা ময়দানে নতুন সরকারের শপথের জন্য বিশাল অনুষ্ঠানের পরিকল্পনা করছে। দিল্লিতে বিজেপির সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। ১৯৯৯ সালে ৫২ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সুষমা স্বরাজ।