জেলেনস্কি স্বৈরশাসক: ট্রাম্প

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১২:০৩ পিএম

জেলেনস্কি স্বৈরশাসক: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ধ্বংস হওয়া এবং অকারণে দেশটির নাগরিকদের মৃত্যুর জন্য জেলেনস্কিকে দায়ী করেন তিনি।

স্থানীয় সময় বুধবার, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা জেলেনস্কি একজন স্বৈরশাসক। তার দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, না হলে তার দেশের কিছু বাকি থাকবে না।

তবে ইউক্রেনের আইনে যুদ্ধকালীন সময়ে নির্বাচন আয়োজন নিষিদ্ধ।

ওই পোস্টে ট্রাম্প আরও বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা গঠনমূলক হচ্ছে।

এর আগে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা এবং দেশটির নির্বাচন ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বিষয়ে জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প রাশিয়ার অপপ্রচার সংক্রান্ত বিভ্রান্তিকর জগতে বাস করছেন। জেলেনস্কির দাবি, মস্কোর অপপ্রচার বিষয়ে কিয়েভের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

আরবি/এফআই

Link copied!