ভারতসহ ৪ দেশের ওপর ১৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১২:৩৯ পিএম

ভারতসহ ৪ দেশের ওপর ১৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ ব্রিকস (BRICS) এর সদস্যভুক্ত চারটি দেশ—চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ওপর ১৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি এই দেশগুলো মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে তাদের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিকস দেশগুলো মার্কিন ডলার ধ্বংস করার চেষ্টা করছে এবং তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চায়। তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্রিকস দেশগুলোকে সতর্ক করেছেন যে, তারা যদি ডলার ধ্বংসের জন্য কোনো চেষ্টা করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে।

তিনি বলেন, আমরা তাদের পণ্য চাই না।

ট্রাম্পের এই বক্তব্যের পর ব্রিকস দেশগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প বলেছিলেন, যদি ব্রিকস দেশগুলো নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার থেকে বিরত থাকে, তবে তিনি তাদের আমদানির ওপর ১০০% শুল্ক আরোপ করবেন।

এবার তার বক্তব্যে শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে, ১৫০% আরোপের কথা জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে, তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।”

ব্রিকস অর্থনৈতিক জোট ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত। এই জোট বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালু করার বিষয়ে আলোচনা করে আসছে।

আরবি/এফআই

Link copied!