ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাজিলে বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১২ ছাত্রের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাও পাওলোর রিবেইরাও প্রেটো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি ট্রাকের সাথে ইউনিভার্সিটি অব ফ্রাঙ্কার শিক্ষার্থীদের বহনকারী বাসটির সংঘর্ষ ঘটে, যা এই ভয়াবহ দুর্ঘটনার কারণ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ আহত ফিরে গেছেন। এদিকে, পালানোর চেষ্টা করা ট্রাকচালককে আটক করা হয়েছে।