ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ, ফিলিস্তিনি জিম্মিদের ছাড়লো না ইসরাইল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:৪৩ পিএম
ছবি: ইন্টারনেট

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, শনিবার (২২ ফেব্রুয়ারি) আরও ছয় ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, তবে এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করেছে ইসরায়েল।

রোববার ইসরায়েল ঘোষণা করেছে, তারা শত শত ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা স্থগিত রেখেছে, যতক্ষণ না হামাস তাদের শর্ত পূরণ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে যে, ৬২০ জন ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, যতক্ষণ না পরবর্তী ধাপে হামাস তাদের শর্ত অনুযায়ী জিম্মিদের মুক্তি নিশ্চিত করে এবং অপমানজনক আনুষ্ঠানিকতা ছাড়া তাদের হস্তান্তর করা হয়।

নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না।

১৯ জানুয়ারি থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতির পর হামাস ইতোমধ্যে ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে, বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের সময় একটি ভুল শনাক্তকরণের কারণে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল, তবে পরদিন সঠিক মরদেহটি হস্তান্তর করা হয়।

বর্তমান যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। এই সময়ে হামাস মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১,৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগ্রহী নন।