মার্কিন ফেডারেল কর্মীদের উদ্দেশে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন বিশ্বের অন্যতম ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি ফেডারেল কর্মীদের গত সপ্তাহের কাজের বিবরণ চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় বলেন, গত সপ্তাহে ফেডারেল কর্মীরা কী কাজ করেছেন তার বিবরণ চেয়ে শিগগির একটি ইমেল পাবেন। ইমেইলের জবাব জানাতে ব্যর্থ হলে তা পদত্যাগ হিসেবে বিবেচিত হবে।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে প্রশাসন থেকে ফেডারেল কর্মীরা একটি ইমেইল পেয়েছে। ইমেইলটিতে তাদের গত সপ্তাহের কাজের বিবরণ দিতে বলা হয়েছে। তা না হলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে।
ট্রাম্পের নতুন দফতর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান হিসেবে মাস্ক তহবিল কমানো ও সরকারি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে সরকারি ব্যয় আগ্রাসীভাবে কমানোর চেষ্টা করছেন।
এনবিসি নিউজ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেডারেল কর্মীরা এরই মধ্যে একটি করে ই-মেইল পেতে শুরু করেছেন। ওই ইমেইলে তাদের এই সপ্তাহে করা কাজের সংক্ষিপ্ত তালিকা দিতে বলা হয়েছে। তবে, মাস্কের পোস্টের মতো সেই ইমেইলে সরাসরি পদত্যাগের হুমকি দেওয়া হয়নি।
তবে ইমেইলের সাড়া দিতে ব্যর্থ হলে তা পদত্যাগ হিসেবে বিবেচিত হবে কিনা এমন কিছু সেখানে উল্লেখ করা হয়নি।
আপনার মতামত লিখুন :