চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের সমাধানে আত্মবিশ্বাসী এবং তিনি রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
জানা গেছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের খনিজ সম্পদের ওপর একটি চুক্তি করার উদ্যোগ নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই খনিজ সম্পদগুলি বিশ্বের কিছু অংশে পাওয়া যায় এবং এটি যুদ্ধের অবসানে বড় ভূমিকা রাখতে পারে।
এছাড়া, ইউক্রেন শিগগিরই এই চুক্তি গ্রহণ করবে বলে আশা করছেন ট্রাম্প, যা তার প্রশাসনকে ৪০ থেকে ৫০ হাজার কোটি ডলার ফেরত দিতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি বড় চুক্তি হতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন পরিবর্তন আনতে সক্ষম।
আপনার মতামত লিখুন :