আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১০:১৪ পিএম

আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে কোটিপতি হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন- মো. মোজাম্মেল হক ভূইঞা এবং আলমগীর হাফেজুর রহমান। তাদের মধ্যে মোজাম্মেল পেশায় গাড়িচালক এবং আলমগীর সিকিউরিটি গার্ড হিসেবে দেশটিতে কর্মরত রয়েছেন।

তারা দেশটির বিগ টিকেটের সর্বশেষ সাপ্তাহিক ড্রতে আড়াই লাখ দিরহাম জিতেছেন। যার পরিমাণ বাংলাদেশি টাকায় দেড় কোটির বেশি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের চলতি সাপ্তাহিক ই-ড্র সিরিজের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুজন বিজয়ী ঘোষণা করা হয়। এবার এই দুই বাংলাদেশি বিজয়ী হয়েছেন। 


মোজাম্মেল গত ১৩ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। সাত বছর আগে প্রথম বিগ টিকেট সম্পর্কে প্রথম জানতে পারেন তিনি। এরপর থেকে তিনি ২০ বন্ধুর একটি গ্রুপের সাথে প্রতি মাসে বিগ টিকেট কিনছেন। লটারি বিজয়ী হওয়ার পর মোজাম্মেল বলেন, ‘আমি সত্যিই বাকরুদ্ধ। এই মুহূর্তটি সুখের ঊর্ধ্বে।’

লটারি জেতা অপর বাংলাদেশি আলমগীর দুবাইতে ১৫ বছর ধরে বসবাস করছেন। জয়ের খবর শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘যখন আমি জয়ের কল পেলাম, আমি আনন্দে অভিভূত হয়ে পড়ি।’

এম/আর

Link copied!