সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৮:২১ পিএম

সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম।

রাজ্য সম্পাদক পদে ফের বসেছেন মহম্মদ সেলিম। তবে তালিকায় থাকা কয়েকটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে খোদ পশ্চিমবঙ্গেই। কারণ কমিটির তালিকায় দেখা যাচ্ছে শেখ হাসিনার নাম যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এইসময় তাদের অনলাইন ভার্সনে তালিকার কপিসহ সংবাদটি প্রকাশ করলে তোলপাড় শুরু হয়।

গতকালই সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে। তার পরেই ৮০ জনের রাজ্য কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই এক নম্বরে রয়েছে মহম্মদ সেলিমের নাম। তার পরেই রয়েছে রামচন্দ্র ডোমের নাম। এ বারের রাজ্য কমিটিতে বর্ষীয়ান নেতারা যেমন স্থান পেয়েছেন, তেমনই তরুণ মুখকেও দেখা গেছে।

যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে কয়েকটি নাম নিয়ে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অন্য রাজনৈতিক দলের প্রথম সারির নেতাদের সঙ্গে নামের মিল থাকায় শুরু হয়েছে আলোচনা। তালিকার ২৯ নম্বর নামটি দিলীপ ঘোষ, ৪৯ নম্বরের নামটি পরেশ পাল এবং ৬৬ নম্বরের নামটি শেখ হাসিনা।

জানা গেছে, দিলীপ ঘোষ হচ্ছেন বর্তমান লোকসভার সদস্য, জাতীয় বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক সভাপতি। পরেশ পাল দেশভাগের পূর্বে বাংলাদেশের ফরিদপুর থেকে যাওয়া রাজনীতিক। তৃণমূল কংগ্রেসের এমএলও। তবে বাংলাদেশের মানুষের কাছে আলোচিত কলকাতায় পূজা মন্ডপ উদ্বোধনে সাকিব আল হাসানকে নিয়ে গিয়ে। আর শেখ হাসিনা নামটি তালিকায় থাকলেও এ নামে পশ্চিমবঙ্গের তেমন কোনো রাজনীতিবিদের নাম পাওয়া যায়নি।

আবু/এস

Link copied!