ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক বৈধতা পেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের সব সদস্য তাঁকে প্রেসিডেন্ট হিসেবে রাখার পক্ষে একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত বছরের মে মাসে জেলেনস্কির প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হয়। তবে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে দেশে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। এ কারণে নির্বাচন ছাড়াই তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন না করা এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ায় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেছিলেন। এরপর ইউক্রেনের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়, যার মাধ্যমে জেলেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক বৈধতা দেওয়া হয়।
পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন জেলেনস্কি। প্রস্তাবটি ২৬৮টি ভোটে পাস হয়। এ দিন পার্লামেন্টে ১২ জন সদস্য উপস্থিত ছিলেন না। তাঁদের ছাড়া উপস্থিত সবাই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন।
এদিকে, গত রোববার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, এ সপ্তাহে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হতে পারে, এমনটি ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আপনার মতামত লিখুন :