কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, কিন্তু কীভাবে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১২:২৮ পিএম

কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, কিন্তু কীভাবে?

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে একটি নতুন ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন, যার মাধ্যমে পরবর্তীতে নাগরিকত্বও কেনা যাবে। ট্রাম্প জানিয়েছেন, এই গোল্ড কার্ডের মূল্য হবে ৫০ লাখ ডলার এবং এটি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, “আমেরিকায় বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করা ইবি-৫ ভিসার মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেয়। কিন্তু এখন থেকে গোল্ড কার্ড চালু করা হবে, যা গ্রিন কার্ডের সমস্ত সুবিধা প্রদান করবে।”

তিনি বলেন, বিদেশি ধনী ব্যক্তিরা এই গোল্ড কার্ড কিনে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন।

রাশিয়ার ধনকুবেররা এই গোল্ড কার্ড কিনতে পারবেন কিনা, এর উত্তরে তিনি জানান, “সম্ভবত পারবেন। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুবই ভালো মানুষ।”

জানা গেছে, ১৯৯০ সাল থেকে ইবি-৫ প্রোগ্রামটি চালু ছিল, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের চেষ্টা করা হয়। তবে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, “ইবি-৫ প্রোগ্রামটি অর্থহীন, কাল্পনিক এবং প্রতারণামূলক। তাই প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রোগ্রামটি বাতিল করে ‘গোল্ড কার্ড’ চালু করতে চান।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই নতুন প্রোগ্রাম বাস্তবায়িত হলে, মার্কিন অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করবে।

আরবি/এফআই

Link copied!