৩০০ চিকিৎসাধীন রোগীকে ধর্ষণের দায়ে ফ্রান্সের চুয়াত্তর বছর বয়সী সাবেক এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তিনি এসব অপকর্মের ভিডিও ধারণ এবং ছবিও তুলে রাখতেন। খবর এপির।
দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ওই চিকিৎসকের বাড়ি থেকে এমন বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পরে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে মামলা শুরু হয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা জানান, চিকিৎসকের লালসার শিকার হতো বেশির ভাগ শিশুরাই। তার মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েই রয়েছে। চিকিৎসকের বাড়ি থেকে ৩ লখেরও বেশি অশ্লীল ছবি এবং ভিডিও উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
আসামিকে জেরা করে তদন্তকারীরা আরো জানতে পেরেছেন, হাসপাতালের ঘরে যখন একা থাকতো রোগীরা, তখনই তাদের অচৈতন্য করে লালসার শিকার বানাতেন ওই চিকিৎসক। তিনি আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, যদি দোষী সাব্যস্ত হন চিকিৎসক, তা হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে।