ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

শতাধিক পুলিশকে বরখাস্ত করল পাকিস্তান

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ কর্ম-ঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে শতাধিক পাকিস্তানি পুলিশ নিরাপত্তা দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানায়। যার ফলে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

পিটিআই-র প্রতিবেদন অনুযায়ী, আইসিসি টুর্নামেন্ট চলাকালীন এই পুলিশ কর্মীরা একাধিকবার তাদের দায়িত্বে অনুপস্থিত ছিল অথবা সরাসরি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে।

পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘পুলিশ সদস্যদের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং নির্ধারিত হোটেলগুলির মধ্যে ভ্রমণকারী দলগুলির নিরাপত্তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা হয় অনুপস্থিত ছিল অথবা সরাসরি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।’

তিনি আরোও বলেন, ‘পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‍‍`আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।

বরখাস্ত হওয়া পুলিশ কর্মীরা কেন তাদের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে সে বিষয়ে কোনো সরকারি বক্তব্য নেই, তবে স্থানীয় বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে দীর্ঘ কর্মঘণ্টার কারণে বরখাস্ত হওয়া পুলিশ কর্মীরা অতিরিক্ত চাপে ছিলেন। তাদের বিশ্রাম নেওয়ার খুব একটা বিরতি দেওয়া হচ্ছিল না।

অন্যদিকে,  চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সময় যেকোনো সন্ত্রাসী হুমকির খবর উড়িয়ে দিয়েছেন ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। সন্ত্রাসী হুমকির সম্ভাবনা সংক্রান্ত প্রতিবেদনগুলি খারিজ করে সোমবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি রেকর্ডে বলতে চাই যে পাকিস্তান শান্তিপূর্ণভাবে এবং খুব দক্ষতার সাথে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করছে।