ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রলি ব্যাগে মিলল প্রাক্তন স্ত্রীর টুকরো টুকরো দেহ!

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত

কলকাতার কুমোরটুলি ঘাটে একটি ট্রলি ব্যাগ থেকে টুকরো দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওই মরদেহটি উদ্ধার করা হয়।

ওই ট্রলি ব্যাগটি গঙ্গায় ফেলতে এসেছিলেন দুই মহিলা। তাদের নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সম্পর্কে তারা মা এবং মেয়ে। তাদের হাতে থাকা ট্রলি ব্যাগ থেকে রক্ত চুঁইয়ে পড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়েরাই তালা ভেঙে ট্রলি ব্যাগ খুলে টুকরো দেহ উদ্ধার করেন। ফাল্গুনী এবং আরতিকেও পুলিশ গ্রেপ্তার করে।

 

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার শিকড় মধ্যমগ্রামে। মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লির বাসন্তী মন্দির এলাকায় ফাল্গুনীদের বাড়িতে থাকতে গিয়েছিলেন পিসিশাশুড়ি সুমিতা। পুলিশ সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিবাদে সেখানেই সুমিতা ঘোষ নামে এক নারীকে খুন করা হয়।

অর্থাৎ সুমিতা খুন হয়েছেন তার আত্মীয়দের হাতেই! ইট দিয়ে তার মাথা থেঁতলে খুন করা হয়েছে। হত্যার পর টুকরোও করা হয়েছে তার দেহ!

 

ঘটনার কথা শুনে হতবাক নিহত সুমিতা ঘোষের প্রাক্তন স্বামী সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত পূর্ব বর্ধমানের নাদনঘাট কালীতলার বাসিন্দা। মঙ্গলবারই টেলিভিশনের খবরে প্রাক্তন স্ত্রী সুমিতার খুন হওয়ার কথা জেনে শিউরে উঠেন তিনি। তারপর থেকে তার মন ভারাক্রান্ত।

সুদীপ্ত বলেন, ‘খারাপ লাগছে। সুমিতাই তো আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিল। এখন আমার আর কী করার আছে? কী-ই বা বলার আছে?’

সূত্র: আনন্দবাজার পত্রিকা