আফগানিস্তানে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৬ জন মারা গেছেন এবং ৪০ জন আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈক জানান, বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩৬ জন মারা গেছেন, প্রায় ৩০০টি বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কয়েক শত একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পশ্চিম আফগানিস্তানের ফারাহ, কন্দাহার এবং হেলমান্দ প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী কাবুলসহ দেশের অন্যান্য অঞ্চলে গত সোমবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩২টি প্রদেশে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
গত মঙ্গলবার ফারাহ প্রদেশে আকস্মিক বন্যা ঘটে, যেখানে ২১ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর পাশাপাশি অনেক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলমান্দ প্রদেশে বন্যা এবং বজ্রপাতে কয়েকজনের মৃত্যু হয়েছে, আর কান্দাহারেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, আফগান সরকার এবং স্থানীয় প্রশাসন দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে। দুর্গত এলাকার মানুষের সাহায্যের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি চলছে। তবে আবহাওয়ার এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে মানবিক সংকট আরও তীব্র হতে পারে।
আপনার মতামত লিখুন :