ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারতও!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:১৬ এএম

নেপালে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ৬.১ মাত্রার  শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হিমালয় অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়। এ ছাড়া ভারতের পাটনা এবং বিহারের আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নেপালের সিন্ধুপালচোক জেলার ভৈরব কুন্ডা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটি পরিমাপ করেছে ৫.৬ মাত্রায়, যেখানে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুমান করছে ৫.৫। তবে একাধিক ভূমিকম্প হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ৬.১ মাত্রার ভূমিকম্প সাধারণত শক্তিশালী হিসেবে বিবেচিত হয় এবং কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

এদিকে শুক্রবারের এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।