সৌদিতে রোজা শুরু কবে, জানা যাবে আজ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১০:৫৫ এএম

সৌদিতে রোজা শুরু কবে, জানা যাবে আজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। রমজান মাসের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঁদ দেখা কমিটিও বসছে সন্ধ্যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন জানা গেছে, শুক্রবার চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার (০১ মার্চ) থেকে। তবে এদিন চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে রোববার (০২ ফেব্রুয়ারি)।

প্রতিবেদন মতে, শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে, রাতে তারাবির নামাজ শুরু হবে। আর যদি মাগরিব বা সন্ধ্যার নামাজের পরে রমজানের চাঁদ না দেখা যায়, তাহলে সৌদিতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়।

এদিকে, বাংলাদেশে শনিবার (১ মার্চ) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে।

আরবি/এসআর

Link copied!