ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

মালয়েশিয়ায় কুকুর নির্যাতনের ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহোর এলাকার সেনাইয়ে কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশ ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে।

ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে এবং অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে। পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় যে, এই ঘটনা ২৪ ফেব্রুয়ারি দুপুর ১টা ৯ মিনিটে সেনাই এলাকার একটি দোকানে ঘটে।

কুলাই জেলা পুলিশের প্রধান এসিপি তান সেন লি জানিয়েছেন, কুকুরটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং স্থানীয় এক ব্যক্তি এর যত্ন নিচ্ছেন। তিনি আরও জানান, পুলিশ ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে এবং স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘আপডেটইনফো ১১’-এ আপলোড করা হয়েছিল।

এখন অভিযুক্ত ব্যক্তিকে দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে রিমান্ডে নেওয়ার জন্য কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এছাড়াও, এই ঘটনার জন্য দণ্ডবিধির ধারা ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫-এর ধারা ২৯ (১) (ক) অনুযায়ী তদন্ত চলছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে অভিযুক্তকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড এবং ২০ হাজার থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।