সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু শনিবার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:৫৭ পিএম

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু শনিবার

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে পবিত্র রমজান।

গলফ নিউজসহ বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ১ মার্চ (শনিবার) পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে।

ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজেও সৌদি আরবে চাঁদ উঠার তথ্য জানানো হয়েছে।

 

সেখানে বলা হয়, সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে শনিবার।

এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে।

যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি। পাকিস্তানেও রমজানের চাঁদ দেখা যায়নি।

অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।

এম/আর

Link copied!