ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ এবং খনিজ উপাদান হস্তান্তরের চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেন। তবে বৈঠকটি উত্তেজনা এবং তীব্র বাক্য বিনিময়ের মধ্যে শেষ হয় এবং জেলেনস্কি কোনো চুক্তি ছাড়াই ওয়াশিংটন থেকে ফিরে যান।
ওভাল অফিস সূত্রে জানা গেছে, শুক্রবারের বৈঠকে প্রথম বিতর্ক শুরু হয় ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে। বৈঠকের শুরুতে ভ্যান্স বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক তৎপরতা সবচেয়ে জরুরি।
এ বক্তব্যের পর জেলেনস্কি তাকে প্রশ্ন করেন, “আপনি কিসের কূটনীতি বলতে চান, জে ডি?”
এমন প্রশ্নের উত্তরে ভ্যান্স বলেন, “আমি সেই ধরনের কূটনীতি বলতে চাই, যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে।”
এ কথা শুনে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে তীব্র সমালোচনা করে বলেন, “আমরা একজন খুনির সঙ্গে কোনো সমঝোতায় যাব না।”
এর পরেই বিতর্কে যোগ দেন ট্রাম্প, তিনি বলেন, “আপনি এখন ভালো অবস্থায় নেই। এই মুহূর্তে আপনার হাতে কোনো কার্ড (বিকল্প) নেই। যদি আপনি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে।”
জেলেনস্কি উত্তরে বলেন, “আমি কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস, মিঃ প্রেসিডেন্ট।”
তবে ট্রাম্প তার কথা উপেক্ষা করে বলেন, “আপনি বিকল্প খেলছেন; আপনি লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়েও জুয়া খেলছেন।”
এসময় ট্রাম্প জেলেনস্কিকে পুতিনের সঙ্গে সমঝোতা করার আহ্বান জানান এবং বলেন, “আপনাকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে হবে। যদি আপনি তা না করেন, তাহলে আমরা সরে যাব এবং যদি আমরা সরে যাই, তাহলে এই যুদ্ধ আপনাকে একা লড়তে হবে।”
তিনি আরও বলেন, “একবার আপনি সমঝোতায় পৌঁছালে, আপনার অবস্থান অনেক শক্তিশালী হবে। কিন্তু আপনার কথাবার্তা এবং আচরণ দেখে মনে হচ্ছে না যে আপনি আমাদের প্রতি কৃতজ্ঞ।”
এসময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, “আপনি আমাদের কখনো ধন্যবাদও দেননি।”
এ বক্তব্যের পর উত্তেজিত হয়ে জেলেনস্কি বলেন, “আমি অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছি।”
এখানে উত্তেজনা চরমে পৌঁছালে, ট্রাম্প বৈঠকস্থল ত্যাগ করেন এবং তার সহকারীরা জেলেনস্কিকে চলে যাওয়ার অনুরোধ জানান। এতে জেলেনস্কিও ওভাল অফিস ছেড়ে চলে যান।
জেলেনস্কি চলে যাওয়ার পর ট্রাম্প তার বাসভবন মার-এ-লাগোতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “আজকের বৈঠকে তার উচিত ছিল ‘আমি আর যুদ্ধ চাই না’ অথবা ‘আমি শান্তি চাই’ বলার, কিন্তু তিনি পুতিনকে দোষারোপ করছেন এবং নেতিবাচক কথা বলছেন। তিনি এমনটা করতে পারতেন না।”
তিনি আরও বলেন, জেলেনস্কিকে ফের বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, “যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন।”
সূত্র: রয়টার্স