বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:৪৪ এএম

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ছবি: সংগৃহীত

১৪তম সন্তানের বাবা হয়েছেন ধনকুবের ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ইলন মাস্ক।

শনিবার (১ মার্চ) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের চতুর্থ বান্ধবী শিভন জিলিসের ঘরে জন্ম নিয়েছে আরেক ছেলে শিশু। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।এটি এই যুগলের চতুর্থ সন্তান। আর আগে তাদের আরো ৩ সন্তান রয়েছে।

শিভন জিলিস এক্স পোস্টে জানিয়েছেন, মাস্ক ও জিলিস দম্পতির ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার এবং আজুরের জন্ম দেওয়ার পর, এই নতুন সন্তানের আগমন তাদের পরিবারে এক নতুন আনন্দের সূচনা করেছে।

শিভন জিলিস আগে মাস্কের সংস্থা নিউরোলিঙ্কে কাজ করতেন, ২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাস্কের সন্তানের মা হন।

আরবি/এসবি

Link copied!