রমজানের শুরুতে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন ১৭ হাজার ৩৮৯ জন অবৈধ প্রবাসী।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ হাজার ৩৯৭ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ১২৮ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ২ হাজার ৮৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের জন্যে ১ হাজার ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৫৬ শতাংশ ইউথোপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া, সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয় তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।
সুত্র: আরব নিউজ