ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত

ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। রোববার (৩ মার্চ) পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা হয় এবং তা পাস হয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হেম্মতির অধীনে ইরানে ব্যাপক হারে মুদ্রার মান পতিত হয়েছে। এর ফলে গত রোববার পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব তোলা হয়। ১৮২ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন এবং ৮৯ জন বিপক্ষে ভোট দেন।

প্রায় আট মাস আগে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হেম্মতিকে অর্থমন্ত্রী নিযুক্ত করেন। তার নিয়োগের পর থেকে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান প্রায় অর্ধেক কমে গেছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা গত বছরের আগস্টে ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫০০ রিয়াল।

পার্লামেন্ট সদস্যরা জানান, হেম্মতি ওষুধ ও খাদ্যসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে ব্যর্থ হয়েছেন এবং বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এ কারণেই তাকে অভিশংসিত করা হয়েছে।

তবে কিছু সদস্য হেম্মতির পক্ষ নিয়ে বলেন, “ইরান যে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন, তার জন্য একক কোনো ব্যক্তি দায়ী নন। আমরা সব দোষ একজনের ওপর চাপাতে পারি না।”