রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে এই খাতে কাজ করতে প্রস্তুত এবং এ বিষয়ে সহযোগিতা করতেও আগ্রহী।
ট্রাম্প-জেলেনস্কির চুক্তি বাতিল, কিন্তু বিকল্প দিল পুতিন
শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ফলে তাদের পরিকল্পিত খনিজ চুক্তি বাতিল হয়। তবে এতে যুক্তরাষ্ট্রের হতাশ হওয়ার কিছু নেই, কারণ পুতিন ইতোমধ্যেই নতুন চুক্তির প্রস্তাব দিয়েছেন।
ভাইরাল ভিডিওতে পুতিনের ঘোষণা
একটি ভিডিওতে পুতিনকে বলতে শোনা গেছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা মার্কিন অংশীদারদের সঙ্গে সহযোগিতার পথ প্রশস্ত করব। এখানে শুধু সরকার নয়, বেসরকারি কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে যদি তারা আগ্রহী হয়।
রাশিয়ার খনিজ সম্পদ বেশি, যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান
পুতিন দাবি করেছেন, রাশিয়ার খনিজ সম্পদের পরিমাণ ইউক্রেনের তুলনায় অনেক বেশি। বিশ্বে বিরল খনিজ মজুতকারী শীর্ষ দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম।
তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করেছেন যেখানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। সেগুলের মধ্যে রয়েছে- মুরমানস্ক, ককেশাস অঞ্চল, ইরকুটস্ক অঞ্চল, ইয়াকুটিয়া ও টুভা।
পুতিন বলেছেন, এই খনিজ সম্পদ উত্তোলনে বিশাল বিনিয়োগ প্রয়োজন এবং যুক্তরাষ্ট্রসহ বিদেশি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব গড়তে চায় রাশিয়া।
এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র পুতিনের এই প্রস্তাবে সাড়া দেয় কি না!