এবারও কি পদত্যাগের ঘোষণা দিয়ে ফিরে আসছেন জাভেদ জারিফ?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৯:২৪ এএম

এবারও কি পদত্যাগের ঘোষণা দিয়ে ফিরে আসছেন জাভেদ জারিফ?

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। ছবিঃ সংগৃহীত

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করেন।
জারিফের জন্য পদত্যাগ করা নতুন কিছু নয়। তিনি ইতিপূর্বে বেশ কয়েকবার পদত্যাগ করেছেন এবং অনেক সময় আবারও ফিরে এসেছেন। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে তিনি পাঁচবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। গত আগস্টে তিনি পেজেশকিয়ানের সহকারী পদ থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ভাইস প্রেসিডেন্ট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স হিসেবে ফিরে আসেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, জারিফের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। অবশেষে পদত্যাগের মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটালেন তিনি।

কেন পদত্যাগ করলেন জারিফ?

জাভেদ জারিফ জানিয়েছেন, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেইয়ের ‘উপদেশ’ মেনে তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, গত ৯ মাস ধরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিবেদিতভাবে কাজ করেছেন, তবে শেষ ছয় মাসে তিনি ও তার পরিবার চরম অপমান, অপবাদ এবং হুমকির সম্মুখীন হয়েছেন।

তিনি আরও জানান, বিচার বিভাগের প্রধান তাঁকে সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করতে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ফিরে যেতে পরামর্শ দিয়েছেন।

জাভেদ জারিফ: একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্র

জাভেদ জারিফ সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ২০১৫ সালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তির অন্যতম প্রধান স্থপতি ছিলেন তিনি।

ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে আট বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জারিফ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনী প্রচারে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং পরে সরকারের কৌশলগত পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন।

পদত্যাগের পেছনে আরও কারণ

ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর থেকে জারিফ সমালোচনার মুখে পড়েন। বিরোধীদের অভিযোগ, তাঁর সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করায় তিনি ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, কারণ এটি সংবিধান লঙ্ঘন করছে।

নিজের পদত্যাগপত্রে জারিফ রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসকে ‘সবচেয়ে তিক্ত সময়’ বলে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে তার পদত্যাগ সরকারের সফলতার পথে থাকা বাধাগুলো দূর করবে।

প্রেসিডেন্ট দপ্তরের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি

জারিফের পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা, সে বিষয়ে প্রেসিডেন্টের দপ্তর এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের ওপর চাপ কমাতে তার পদত্যাগপত্র গ্রহণ করা হতে পারে।
 

সূত্রঃ আনাদোলু

আরবি/এসএস

Link copied!