ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

শ্রীলঙ্কার পুলিশপ্রধান দেশবন্ধু তেন্নাকুন নিখোঁজ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১০:৩৬ এএম
শ্রীলঙ্কার পুলিশপ্রধান (আইজিপি) দেশবন্ধু তেন্নাকুন। ছবিঃ সংগৃহীত

শ্রীলঙ্কার পুলিশপ্রধান (আইজিপি) দেশবন্ধু তেন্নাকুন নিখোঁজ রয়েছেন। তার বিরুদ্ধে শুক্রবার (১ মার্চ) গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি লাপাত্তা।

রবিবার (৩ মার্চ) তার সন্ধানে পুলিশ অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ওয়েলিগামার একটি হোটেলে তল্লাশি অভিযানের নির্দেশ দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অভিযানের সময় পুলিশের দুই ইউনিটের মধ্যে সংঘর্ষে একজন কর্মকর্তা নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

গ্রেপ্তারের চেষ্টায় অভিযান, বাড়িতে পাওয়া গেল শুধু দেহরক্ষীরা

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তেন্নাকুনের বাড়িতে অভিযান চালানো হয়েছিল, কিন্তু তিনি পলাতক। তিনি বলেন, “আমরা তার বাড়িতে অভিযান চালাই, কিন্তু সেখানে শুধু তার দেহরক্ষীদের পাওয়া গেছে।"

আদালত ইতোমধ্যেই ৫৩ বছর বয়সী তেন্নাকুনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে, যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন।

বিতর্কিত নিয়োগ ও আদালতের শাস্তি

২০২৩ সালের নভেম্বরে বিতর্কিতভাবে তেন্নাকুনকে পুলিশপ্রধান (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলে আদালত তাকে সাময়িক বরখাস্ত করে।

সুপ্রিম কোর্টের অনুসন্ধানে উঠে আসে, একজন সন্দেহভাজনকে নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে অতীতেও মামলা ছিল। আদালত তাকে ভুক্তভোগীকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই সময়ের সরকার বিচারবিভাগের আদেশ উপেক্ষা করে এবং তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থেকে সুরক্ষা দেয়।

রাজনৈতিক পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি

এদিকে, শ্রীলঙ্কায় বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ক্ষমতায় আসার পর প্রশাসনে পরিবর্তন আনা শুরু করেছেন। সম্প্রতি ওয়াশিংটন থেকে অর্থনৈতিক সহায়তা পেয়েছেন তিনি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) শ্রীলঙ্কার পারফরম্যান্সকে ইতিবাচক উল্লেখ করে প্রায় ৩৩ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে। ৪ বছর মেয়াদী ঋণচুক্তির আওতায় এই অর্থ দেওয়া হবে।

বর্তমানে, শ্রীলঙ্কার রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার মধ্যেই আইজিপি তেন্নাকুনের নিখোঁজ হওয়া নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসন তাকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে।

সূত্রঃ অনলাইন আরব নিউজ