২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড

মতিউর রহমান মুন্না, গ্রিস

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১০:৩৭ এএম

২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড

ছবি: সংগৃহীত

গত ১০ বছরের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদন  করেছেন। গত বছর ৪৩ হাজার ২৩৬ জন আশ্রয় আবেদন করলেও ৯৬% এরও বেশি আবেদন বাতিল করা হয়েছে।

৩ মার্চ  প্রকাশিত ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। এবার ইউরোপে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠতম।

ইইউএএ এর তথ্য অনুসারে, ২০২৪ সালে প্রায় ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি ইইউ প্লাস দেশগুলিতে আশ্রয়ের জন্য আবেদন জমা দিয়েছেন। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ২৩ হাজার ৩ জন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২০ হাজার ২৩৩ জন বাংলাদেশি আশ্রয় আবেদন জমা দিয়েছেন।

২০২৩ সালে প্রায় ৪০ হাজার ৩৩২ জন বাংলাদেশি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। ওই বছরের তুলনায় ২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হার প্রায় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

ইইউএএর পরিসংখ্যান বলছে- ২০২৪ সালে ইতালিতে আশ্রয় আবেদন করেছেন ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি। একই বছরে ইতালির পর বাংলাদেশিদের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন জমা পড়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ডে।

গত বছর ইউ প্লাস দেশগুলোতে বাংলাদেশিদের মোট আবেদনের প্রায় ১৫ শতাংশই করা হয়েছে ফ্রান্সে। দেশটিতে মোট ৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন। এ ছাড়া গত বছর আয়ারল্যান্ডে এক হাজার ৬ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন।

ইইউএএর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের করা আশ্রয় আবেদনের প্রায় ৪৭ হাজার ৭৭৮টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ওই বছর প্রায় এক হাজার ৯৮৯ জন বাংলাদেশি তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেন। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

ইউরোপে আশ্রয়ের জন্য সবচেয়ে বেশি আবেদন করা দেশগুলোর তালিকায় গেল বছর ষষ্ঠ তম অবস্থানে বাংলাদেশ। যা এ পর্যন্ত বাংলাদেশিদের সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

ইউরোপে আশ্রয় আবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান। দেশটির প্রায় ৮৭ হাজার ৩৮২ নাগরিক গত বছর ইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের আবেদন করেছেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর আশ্রয় আবেদনে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান। ২০২৪ সালে প্রায় ২৩ হাজার ২৪০ পাকিস্তানি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেন।

ইইউএএ বলেছে, ২০২৪ সালে প্রাপ্ত সকল আবেদনের প্রায় প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) নাগরিকত্বের জন্য করা ছিল; যার স্বীকৃতির হার ২০ শতাংশেরও কম। এই গোষ্ঠীর নাগরিকত্বের মধ্যে বাংলাদেশি, মরোক্কান এবং তিউনিসিয়ানরা অন্তর্ভুক্ত ছিলেন।

এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১৫ সালে ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন ১৭ হাজার ২১৭ জন বাংলাদেশি। ২০১৬ সালে ১৫ হাজার ৮৭ জন, ২০১৭ সালে ১৯ হাজার ১২৮ জন, ২০১৮ সালে ১৩ হাজার ৩৪০ জন, ২০১৯ সালে ১৪ হাজার ৩৭৫ জন, ২০২০ সালে ১১ হাজার ২৬৯ জন এবং ২০২১ সালে ১৯ হাজার ৯৯৪ জন, ২০২২ সালে ৩৩ হাজার ৭৩১ জন আবেদন করেন। আগের সকল রেকর্ড ভেঙে ২০২৩ সালে ৪০ হাজার ৩৩২ জন  বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে ২০২৩ সালের সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন ২০২৪ সালে।

ইইউএএ এর পরিসংখ্যান অনুসারে, গত ১০ বছরের মধ্যে ২০২৪ সালে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদনকারী বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল।

আরবি/এসআর

Link copied!