পবিত্র রমজান মাস উপলক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খাদ্যপণ্যের দামে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে বড় ধরনের মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই সাশ্রয়ী মূল্যে রমজানের কেনাকাটা করতে পারে।
কাতারে এক হাজারের বেশি পণ্যে মূল্যছাড়
কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ বছর এক হাজারেরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। রমজান শেষ না হওয়া পর্যন্ত এই ছাড় চলবে। ২০২২ সালে যেখানে ৮০০টির মতো পণ্যের দাম কমানো হয়েছিল, ২০২৪ সালে সেই সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
মূল্যছাড়ের তালিকায় রয়েছে- চাল, ময়দা, দুধ, দই, সিরিয়াল, রান্নার তেল, চিনি, চা, কফি, খেজুর, মাংস, ডিম, টমেটো পেস্ট, ব্যক্তিগত স্বাস্থ্যপণ্যসহ আরও অনেক কিছু।
কাতারের বাণিজ্য মন্ত্রণালয় ভোক্তাদের সতর্কতার সঙ্গে কেনাকাটা করার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে যে, মূল্যছাড় যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে রাখা হবে। কেউ নিয়ম লঙ্ঘন করলে অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের উৎসাহিত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০% ছাড়
সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ৬৪৪টি সুপারমার্কেটে ১০ হাজারেরও বেশি পণ্যে ৫০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, লুলু হাইপারমার্কেট তাদের সাড়ে পাঁচ হাজার পণ্যে ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে। ইউএই-তে এই সুপারশপের ৬০০টি শাখা রয়েছে।
দেশটির ভোক্তা রক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক পরিচালক সুলতান দারবিশ জানিয়েছেন, আরও কিছু প্রতিষ্ঠান ৫ হাজার পণ্যে ৬০% পর্যন্ত ছাড় দিচ্ছে। এসব পণ্যের মধ্যে ফল, সবজি ও অন্যান্য খাদ্যপণ্যও রয়েছে। তিনি আরও বলেন, "রমজানজুড়ে বাজার পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো ব্যবসায়ী দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করতে না পারে।"
সৌদিতে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট, ছাড় থাকবে ৩ এপ্রিল পর্যন্ত
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবেও রমজান উপলক্ষে বড় ধরনের মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। সৌদি গেজেট-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মূল্যছাড় কার্যক্রম চালাবে ৩ এপ্রিল পর্যন্ত।
সৌদিতে অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই ছাড় দেওয়া হচ্ছে। কিছু অনলাইন রিটেইলার খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করেছে।
বিশ্বখ্যাত সুপারশপ ক্যারিফোর সৌদিতে ২০০-এর বেশি অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যে ৬০% পর্যন্ত ছাড় দিয়েছে। এ তালিকায় রয়েছে ভোজ্যতেল, ওটস, পাস্তা, কফি ইত্যাদি।
রমজানের বরকতময় মাসে খাদ্যপণ্যে এ ধরনের বিশাল মূল্যছাড় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভোক্তাদের জন্য বিশেষ সুবিধা এনে দিয়েছে। এতে কম আয়ের মানুষরাও স্বস্তিতে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন।
আপনার মতামত লিখুন :