ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

রোজায় প্রকাশ্যে খাওয়া-দাওয়া, ২৫ মুসলিম গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৫:৪৯ পিএম
ইসলামিক পুলিশ জানিয়েছে, রমজানজুড়ে তাদের গ্রেপ্তার অব্যাহত থাকবে। ছবি: বিবিসি

পবিত্র রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া-দাওয়া করায় ২৫ জনকে আটক করেছে নাইজেরিয়ান পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই মুসলিম। পাশপাশি রমজানের শুরুতে খাবর বিক্রি করতে দেখা গেছে এমন ব্যক্তিদেরও গ্রেপ্তার করেছে দেশটির ইসলামিক পুলিশ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদ্দিন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, রোজা না রাখার জন্য ২০ জন এবং খাবার বিক্রি করার জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান পুরো মাসজুড়ে চলবে।

তিনি বলেন, ‘এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, আমরা অমুসলিমদের নিয়ে মাথা ঘামাই না। রমজানের প্রতি কোনো অসম্মান ক্ষমা করা হবে না। এটা দুঃখজনক যে রোজার জন্য নির্ধারিত এই পবিত্র মাসে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা যাবে। আমরা তা ক্ষমা করব না এবং সেই কারণেই আমরা এই গ্রেপ্তার অভিযানে বের হয়েছি।’

মুজাহিদ আমিনুদ্দিন বলেন, ২৫ জনের বিরুদ্ধে শরিয়া আদালতে অভিযোগ আনা হয়েছে। এবং সেই অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। মাঝে মাঝে লোকজনকে খেতে দেখলে তারা খবর পেয়ে যান।

হিসবাহ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এমন লোকদের কাছ থেকে ফোন পাই যারা জনসমক্ষে খেতে দেখে ক্ষুব্ধ হয়। তখন আমরা দ্রুত এলাকায় গিয়ে গ্রেপ্তার করি।’

গত বছর রোজা না রাখার জন্য গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রোজা রাখার প্রতিশ্রুতি দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে তাদের মধ্যে কয়েকজনের আত্মীয়স্বজন বা অভিভাবকদের ডেকে তাদের রোজা রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বছর গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এতো ভাগ্যবান নয়, কারণ তাদের আদালতের মুখোমুখি হতে হবে।

মাত্র দুই দশক আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া বা ইসলামী আইন চালু করা হয়েছিল। সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা রয়েছে।

রাজ্যগুলোতে বসবাসকারী খ্রিস্টান সংখ্যালঘুদের ক্ষেত্রে শরিয়া প্রযোজ্য নয়।