ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণা

ভারতের ওপর বিশেষ নজর, আরও কয়েক দেশ তালিকায়

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১১:৫৮ এএম
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোসহ আরও কয়েকটি দেশের ওপরও নতুন শুল্ক বসানোর কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে গিয়ে ট্রাম্প এই ঘোষণা দেন।  

 

ট্রাম্প তার ভাষণে বিশেষভাবে ভারতের শুল্কনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ভারত আমাদের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। এটি কখনোই ন্যায্য ছিল না এবং আমরা আর এটা সহ্য করব না।” ট্রাম্প জানান, নতুন শুল্ক ব্যবস্থা ২ এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি রসিকতার ছলে বলেন, “আমি ১ এপ্রিল থেকে এটি কার্যকর করতে চেয়েছিলাম, কিন্তু তখন অনেকে ভাবতে পারত, এটি এপ্রিল ফুলের কৌতুক।”

কানাডা-মেক্সিকোর ওপর ২৫% শুল্ক

 

শুধু ভারত নয়, ট্রাম্পের এই নতুন বাণিজ্য নীতির আওতায় কানাডা ও মেক্সিকোর ওপরও বড় ধরনের শুল্ক বসানো হচ্ছে। এই দুই দেশের কিছু নির্দিষ্ট পণ্যের ওপর ২৫% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।  

 

বাণিজ্য নীতিতে ট্রাম্পের ‘টিট ফর ট্যাট’ কৌশল

 

প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, আমদানি শুল্কের বিষয়ে তিনি কোনো ধরনের ছাড় দেবেন না। তার নীতির মূল বক্তব্য হলো- “যে দেশ মার্কিন পণ্যের ওপর যত বেশি শুল্ক আরোপ করবে, আমেরিকাও সেই দেশের পণ্যের ওপর একই পরিমাণ শুল্ক বসাবে।”

তিনি আরও বলেন, “ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত এবং আরও অনেক দেশ আমাদের ওপর উচ্চ শুল্ক বসাচ্ছে। এবার আমাদের পালা। আমরা সমান পাল্টা ব্যবস্থা নেব।”

 

মোদি সরকারের তড়িঘড়ি পদক্ষেপ
 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়ও ট্রাম্প এই শুল্ক নীতির বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি জানান, মোদির সঙ্গে বৈঠকের সময়ও তিনি ভারতীয় শুল্কনীতির বিষয়ে সরাসরি কথা বলেছেন। “তিনি এখানে এসেছিলেন, আমি তাকে বলেছি- আপনি শুল্ক বসান বা না বসান, আমি বসাবোই।”

ট্রাম্পের এই ঘোষণার পরই ভারত সরকার দ্রুত প্রতিক্রিয়া দেখায়। বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হুইস্কি, মোটরবাইকসহ বেশ কিছু পণ্যের শুল্ক কমানো হয়।  

  • মার্কিন বোরবন হুইস্কির ওপর ভারতের শুল্ক ১৫০% থেকে কমিয়ে ১০০% করা হয়েছে।  
  • হারলে ডেভিডসনের মোটরসাইকেলের শুল্কেও ১০% ছাড় দেওয়া হয়েছে।  
  • এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে মার্কিন পণ্যের জন্য ভারতীয় বাজার আরও উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয় মোদি সরকার।  

 

বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

 

বিশ্বব্যাপী ট্রাম্পের এই শুল্ক নীতি নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও কঠোর করে তুলবে এবং অনেক দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়াতে পারে।  

এদিকে, চীন ও কানাডাও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির জবাবে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। বাণিজ্য যুদ্ধের নতুন এই ধাপে কোন দেশ কেমন প্রতিক্রিয়া দেখায়, সেটাই এখন দেখার বিষয়।