ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

সেহরি ছাড়াই রোজা রাখছেন ইমরান দম্পতি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০১:৩২ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে সেহরি ছাড়াই রোজা রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ। তিনি এ ঘটনাকে ‘রাষ্ট্রীয় নিপীড়ন’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন।  

সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃত নিপীড়নের অভিযোগ

ব্যারিস্টার সাইফের মতে, পবিত্র রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজাদারদের কষ্ট দেওয়া বর্তমান সরকারের ঘৃণ্য পদক্ষেপের অংশ। তিনি বলেন, "যখন পুরো মুসলিম সম্প্রদায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছে, তখন ইমরান খান ও তার স্ত্রীর প্রতি এই নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

তিনি আরও অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ ইমরান দম্পতির সঙ্গে সাক্ষাতের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে, যা আদালতের নির্দেশনার সরাসরি লঙ্ঘন।  

 

জনমনে ক্ষোভ, সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ


এ ঘটনা নিয়ে পাকিস্তানের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ব্যারিস্টার সাইফ বলেন, ‘সরকারের এ ধরনের দমনমূলক আচরণ শুধু রাজনৈতিক বিদ্বেষেরই বহিঃপ্রকাশ নয়, বরং এটি মানবাধিকারেরও চরম লঙ্ঘন।’

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, ইমরান খানের সমর্থকরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সরকারের এহেন আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।  

এদিকে, সরকারি পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খানকে কোণঠাসা করতে তার প্রতি নিপীড়নমূলক আচরণ আরও তীব্র হচ্ছে, যা পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে।