ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে এক বিদেশি নারীর ঊরুতে দেবতার ট্যাটু আঁকার ঘটনায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুভূতিতে বিতর্ক অভিযোগে স্থানীয়দের ক্ষোভের মুখে ট্যাটু পার্লারের মালিক রকি রঞ্জন বিসোই (৩৩) এবং শিল্পী অশ্বিনী কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কীভাবে বিতর্ক শুরু হলো?
পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সি ট্যাটুশিল্পী অশ্বিনী কুমার এক ইতালীয় নারীর অনুরোধে তার ঊরুতে ভগবান জগন্নাথের ট্যাটু আঁকেন। ট্যাটু পার্লারের মালিক রকি পরে ওই নারীর ছবি এবং ট্যাটুর ছবি হোয়াটসঅ্যাপে শেয়ার করেন। এখান থেকেই বিষয়টি ছড়িয়ে পড়ে এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।
বিতর্ক বাড়তে থাকলে জগন্নাথভক্তদের একটি দল থানায় অভিযোগ দায়ের করে। এরপর ভুবনেশ্বরের শহিদনগর থানার পুলিশ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পার্লারের মালিক ও শিল্পীকে গ্রেপ্তার করে।
এ ঘটনার পর ওই বিদেশি নারী এবং ট্যাটু পার্লারের মালিক একটি ভিডিও প্রকাশ করে ক্ষমা চান।
ভিডিওতে নারী বলেন, "আমি কখনোই ভগবান জগন্নাথের প্রতি অসম্মান করতে চাইনি। আমি প্রকৃতপক্ষে একজন ভক্ত এবং প্রতিদিন মন্দিরে যাই। এটি আমার ভুল ছিল এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেয়েছিলাম ট্যাটুটি এমন একটি জায়গায় আঁকতে, যা লুকানো থাকবে এবং কোনো সমস্যা তৈরি করবে না। তবে এখন বুঝতে পেরেছি, এটি ভুল ছিল। আমি যত দ্রুত সম্ভব এটি সরিয়ে ফেলব। দয়া করে আমার ভুলটি ক্ষমা করুন।"
পুলিশ জানিয়েছে, ওই নারী ভুবনেশ্বরে কর্মরত এবং তাকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি সামাজিক ও ধর্মীয় স্পর্শকাতরতার কারণে উড়িষ্যায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে এ নিয়ে কোনো উত্তেজনা না ছড়ায়।