বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক (জিটিআই) অনুযায়ী, বাংলাদেশ বৈশ্বিক সন্ত্রাসবাদে তিন ধাপ উন্নতি করেছে। গত বছর ৩২তম অবস্থানে থাকলেও, এ বছর বাংলাদেশের স্থান ৩৫তম। সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে এই তথ্য উঠে এসেছে।
২০১২ সাল থেকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রবণতা ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই সূচক প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্যাটেগরিতে স্কোর নির্ধারণ করা হয়। এ বছরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভারত, পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড়ের তুলনায় বাংলাদেশে ২০২৪ সালে সন্ত্রাসবাদের প্রভাব কম ছিল।
বাংলাদেশের স্কোর এবার ৩.০৩, যেখানে শূন্য থেকে ১০ পর্যন্ত স্কোরিং পদ্ধতিতে শূন্য মানে সন্ত্রাসবাদের প্রভাব নেই এবং ১০ মানে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বোঝায়।
বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের চিত্র
এ বছর বিশ্বের ১৬৩টি দেশ নিয়ে তৈরি করা এই সূচকে ১০০টি স্থান নির্ধারণ করা হয়েছে। এক বছরে সন্ত্রাসী হামলার সংখ্যা, হতাহত এবং জিম্মি সংক্রান্ত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এই সূচক প্রণয়ন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ এখনো বৈশ্বিক হুমকি হিসেবে রয়ে গেছে। ২০২৪ সালে অন্তত একটি সন্ত্রাসী হামলার শিকার দেশের সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৬৬ হয়েছে।
এছাড়া, গত সাত বছরে প্রথমবারের মতো সন্ত্রাসবাদ পরিস্থিতির অবনতি হওয়া দেশের সংখ্যা উন্নতি হওয়া দেশের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী ৪৫টি দেশে পরিস্থিতি খারাপ হয়েছে, যেখানে মাত্র ৩৪টি দেশে উন্নতি দেখা গেছে।