সাম্প্রতিক এক ফোনালাপে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঠাট্টা করে "গভর্নর" বলে সম্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, শুল্ক যুদ্ধকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে ট্রুডো ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।
ট্রাম্প বলেন, "জাস্টিন ট্রুডো আমাকে ফোন করে শুল্ক নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আমি তাকে বললাম, কানাডা ও মেক্সিকোর সীমান্ত দিয়ে ফেনটেনাইল আসছে, যা বহু মানুষের মৃত্যুর কারণ হচ্ছে।"
"ট্রুডো বললেন, পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, কিন্তু আমি বললাম, এটা যথেষ্ট নয়," যোগ করেন ট্রাম্প।
এছাড়া, ট্রুডো কানাডার পরবর্তী নির্বাচনের তারিখ নিশ্চিত করে বলতে পারেননি বলে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেন। তিনি দাবি করেন, "ট্রুডো এই ইস্যু কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।"
ট্রাম্পের মন্তব্য: ‘কানাডা আমেরিকার ৫১তম রাজ্য হওয়া উচিত’
কানাডার সীমান্ত নীতিকে "দুর্বল" আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এর ফলে "ড্রাগস ও অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।"
তিনি আরও বলেন, "আমার মতে, কানাডা যদি আমেরিকার ৫১তম রাজ্য হতো, তাহলে তারা শুল্কের ঝামেলা থেকে মুক্ত থাকত এবং কম কর দিতে হতো।"
সম্প্রতি ট্রুডো ঘোষণা দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগ করবেন। আগামী মাসে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও কানাডা পারস্পরিক ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস