মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, যা কার্যকর হতে পারে আগামী সপ্তাহ থেকেই। এই নিষেধাজ্ঞার তালিকায় আরও কিছু দেশ অন্তর্ভুক্ত হতে পারে, তবে এখনো সেগুলোর নাম নিশ্চিত করা যায়নি।
ট্রাম্পের এই সিদ্ধান্ত তার প্রথম মেয়াদে নেয়া ভ্রমণ নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা করা হচ্ছে। তখন তিনি সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা পরে বিভিন্ন আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে এবং ২০১৮ সালে মার্কিন সুপ্রিম কোর্ট অনুমোদন দেয়। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন এই নিষেধাজ্ঞা বাতিল করেন।
আফগান নাগরিকদের জন্য নতুন সংকট?
নতুন নিষেধাজ্ঞার ফলে তালেবান সরকারের প্রতিশোধের ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যারা মার্কিন বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন এবং এখন শরণার্থী বা বিশেষ অভিবাসী ভিসার (SIV) মাধ্যমে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। নিষেধাজ্ঞা কার্যকর হলে তাদের নিরাপত্তার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে।
নিরাপত্তা যাচাই আরও কঠোর
২০ জানুয়ারি এক নির্বাহী আদেশে ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নিরাপত্তা যাচাই আরও কঠোর করার নির্দেশ দেন। তিনি মন্ত্রিসভার সদস্যদের ১২ মার্চের মধ্যে ‘নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ দেশগুলোর’ তালিকা তৈরি করতে বলেছেন, যেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি বা আংশিকভাবে কার্যকর হতে পারে।
রয়টার্সের তিনটি সূত্র জানিয়েছে, আফগানিস্তানকে সম্পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া, পাকিস্তানকেও ওই তালিকায় যোগ করার সুপারিশ করা হতে পারে।
এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ট্রাম্প শিবির থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সূত্রঃ রয়টার্স