ভারতে অন্যতম জনপ্রিয় একটি মেলা হচ্ছে ‘মহাকুম্ভ মেলা’। লক্ষ লক্ষ ভক্তের সমাগমে প্রতি বছর মুখরিত হয়ে ওঠে স্থানটি। এ বছরের আয়োজন শেষ হয়েছে। তবে মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। নানা বিতর্ক থাকার পরও মেলাটির আয়োজন সফল হয়েছে বলে রাজ্য বিধানসভায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সাথে, শুনিয়েছেন নৌকার মাঝির গল্প।
এক ভাষণে তিনি জানিয়েছেন একজন নৌকার মালিক ও তার পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল। যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ রুপি আয় করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) বিধানসভায় ২০২৫-২৬ সালের বার্ষিক বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন মুখ্যমন্ত্রী। এ সময় তিনি মহাকুম্ভের অর্থনৈতিক প্রভাবও তুলে ধরেন।
আদিত্যনাথ দাবি করেন, জাতি ও ধর্মের সীমানা অতিক্রম করে এই অনুষ্ঠানে ১শ’টির বেশি দেশের মানুষ অংশ নিয়েছে। যা আমাদের ঐতিহ্য ও অগ্রগতির একটি নিখুঁত মিশ্রণ উপস্থাপন করেছে।’
উল্লেখ্য, এই মেলার সময় ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও আম্বানি পুত্র, বলিউড তারকারাসহ অনেক মানুষ এই মেলা দেখতে আসেন।