ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর প্রায় দুই লাখ ৪০ হাজার ইউক্রেনীয় শরণার্থীকে অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয় বাইডেন প্রশাসন। ট্রাম্প প্রশাসন শরণার্থীদের অস্থায়ী আশ্রয়ের অধিকার প্রত্যাহার করার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিলে শরণার্থীদের ইউক্রেনে ফেরত পাঠানো হতে পারে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, এপ্রিলের মধ্যেই কার্যকর হতে পারে এই উদ্যোগ।
এটি একটি বৃহত্তর উদ্যোগের অংশ। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে মানবিক আশ্রয় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ১৮ লাখের বেশি অভিবাসীর আশ্রয়ের অধিকার বাতিল করে ফেরত পাঠাতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন।
গত ২০ জানুয়ারি একটি নির্বাহী আদেশের মাধ্যমে সব ধরনের আশ্রয় কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংশ্লিষ্ট সূত্র অনুসারে, চলতি মাসের মধ্যে কিউবা, হাইতি, নিকারাগুয়া, ভেনেজুয়েলার প্রায় পাঁচ লাখ ৩০ হাজার শরণার্থীর আইনি মর্যাদা প্রত্যাহার করা হবে। এছাড়া এই উদ্যোগের আওতায় তালেবান শাসন থেকে পালিয়ে আসা ৭০ হাজার আফগানকেও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র।