আগামী ২ এপ্রিল পর্যন্ত মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর থেকে অতিরিক্ত শুল্ক নেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৭ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, শুল্কের ওপর এই ছাড় আগামী ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ২০১৮ সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের সময়ে মেক্সিকো ও কানাডার সাথে যে বানিজ্য চুক্তি হয়েছিল তার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি মেক্সিকোর পণ্য আমদানি করবে সেগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে না।
এর কয়েক ঘণ্টা পরে তিনি কানাডার ওপরও নতুন শুল্ক আরোপ পিছিয়ে দেন, যদিও এই এক মাসে উভয় দেশে শুল্কের কী হবে তা এখনও অজানা। এর আগে গত বুধবার মেক্সিকো ও কানাডাতে প্রস্তুত যেসব গাড়ি যুক্তরাষ্ট্রে চালান করা হচ্ছে সেগুলোর ওপর নতুন কর আরোপ এক মাস পর্যন্ত স্থগিত করেন ট্রাম্প।
সংবাদমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মেক্সিকান এবং কানাডিয়ান রপ্তানির ওপর তার নতুন করে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ট্রাম্প সকল মার্কিন বাণিজ্যিক অংশীদারদের ওপর পারস্পরিক শুল্ক আরোপের বিশ্বব্যাপী ব্যবস্থা আরোপ করার কথা বলেছিলেন। ট্রাম্প যে শুল্ক নেওয়া কথা জানিয়েছিলেন তাতে বিশ্বজুড়ে উদ্বেগ শুরু হয়।
আপনার মতামত লিখুন :