যুক্তরাজ্য সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে লন্ডনে চ্যাথাম হাউসের সামনে হামলা হয় তার উপর। এসময় হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যায় বলে অভিযোগ পাওয়া যায়।
বুধবার (৫ মার্চ) স্থানীয় সময় রাতে এঘটনা ঘটে। এসময় জয়শঙ্করের উপর হামলার পাশাপাশি ছেড়া হয় ভারতের জাতীয় পতাকাও।
ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই জানিয়েছে, জয়শঙ্করের উপর এই হামলায় জড়িত আছে খালিস্তান পন্থীরা।
এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জয়শঙ্করের কর্মসূচী স্থলের অদূরে রাস্তায় জড়ো হতে থাকে। সেসময় পুলিশের সামনেই ভারতবিরোধী স্লোগান দিতে থাকে তারা।
একপর্যায়ে জয়শঙ্কর কর্মসূচী থেকে বের হলে বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে চলে যায়। সেখানে জয়শঙ্করের কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে তিনি।
এ সময় আরো কয়েকজন খলিস্তানপন্থী পররাষ্ট্রমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :