সৌদিতে যাবেন কিন্তু বৈঠকে থাকবেন না জ়েলেনস্কি

কোন পথে আমেরিকা- ইউক্রেন সম্পর্ক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০২:৫৮ পিএম

কোন পথে আমেরিকা- ইউক্রেন  সম্পর্ক

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন ইউক্রেনের কর্মকর্তারা। সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে উপস্থিত থাকবেন না। পাঠিয়ে দেবেন নিজের প্রতিনিধিদের। বৃহস্পতিবার রাতের ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ‘সৌদি আরবের রাজার সঙ্গে দেখা করতে আমি সেখানে যাব। তার পর আমার প্রতিনিধিদল সেখানে থেকে যাবে। আমেরিকার কর্তাদের সঙ্গে আলোচনা করবে তারা। ইউক্রেন সব সময় শান্তিতে আগ্রহী। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকেও বলেছি, দ্রুত এবং নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেন সব সময় কাজ করবে।’

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। প্রকাশ্যে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ট্রাম্প দাবি করেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছেন। শান্তি চাইছেন না। আবার জেলেনস্কি পাল্টা দাবি করেন, রাশিয়ার সঙ্গে সমঝোতার পথে হাঁটা সম্ভব নয়। কারণ, ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে তিনি কখনও আপস করবেন না। আমেরিকার কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিলেন তিনি। ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তাঁর বিতণ্ডা সারা বিশ্ব দেখেছে। তার পর মধ্যাহ্নভোজ না-করেই হোয়াইট হাউস ছাড়েন জেলেনস্কি। বাতিল হয়ে যায় আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে বহু আলোচিত খনিজ চুক্তি।

স্পষ্টতই, দুই দেশের মাঝে তৈরি হয়েছে দূরত্ব। যদিও জেলেনস্কি মেনে নিয়েছেন, আমেরিকাকে তাঁর প্রয়োজন। তিনি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করা সম্ভব। দুই দেশের সম্পর্ক যাতে আবার আগের মতো হয়ে ওঠে, তার চেষ্টা চলছে। সৌদি আরবে আমেরিকান কর্তাদের সঙ্গে ইউক্রেনের বৈঠকও সেই শান্তি এবং সম্প্রীতির বার্তা বহন করছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের।

আরবি/এসএম

Link copied!