নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প মনোনীত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১০:২১ এএম

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প মনোনীত

ছবিঃ সংগৃহীত

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পেয়েছেন। নরওয়ের নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এ বছর মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা রয়েছে।

ট্রাম্পের নোবেল মনোনয়ন

মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা সোমবার (৪ মার্চ) এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন। ইসার মতে, "বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদান অনস্বীকার্য। তাই তার চেয়ে বেশি যোগ্য আর কেউ নেই।"

এবারের মনোনয়নের সংখ্যা গত বছরের তুলনায় বেশি। ২০২৩ সালে ২৮৬ জন মনোনীত হয়েছিলেন, আর এবার সেই সংখ্যা বেড়ে ৩৩৮-এ পৌঁছেছে। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ মনোনয়ন ছিল ২০১৬ সালে, যখন ৩৭৬ জনকে বিবেচনায় নেওয়া হয়েছিল।
নোবেল কমিটির নিয়ম অনুসারে, মনোনীত ব্যক্তিদের নাম সাধারণত গোপন রাখা হয়। তবে মনোনয়নদাতারা চাইলে তাদের প্রস্তাবিত প্রার্থীর নাম প্রকাশ করতে পারেন।

আগেও ট্রাম্প মনোনীত হয়েছিলেন

ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাবিত হয়েছিলেন। তবে এবার তার মনোনয়ন বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন ‘নিহন হিডানকিও’। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের প্রচেষ্টার জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়।
এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে ট্রাম্পের নাম কতটা অগ্রাধিকার পাবে, তা জানার জন্য বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।


সূত্র: নোবেল কমিটি, রয়টার্স, এপি
 

রূপালী বাংলাদেশ

Link copied!